এক নজরে রূপসা উপজেলা
¡ আয়তনঃ ১২০.১৫ বর্গ কিলোমিটার
¡ সীমানাঃ উত্তরে তেরখাদা উপজেলা, পূর্বে বাগেরহাট জেলার মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা, দক্ষিণে ফকিরহাট উপজেলা ও বটিয়াঘাটা উপজেলা এবং পশ্চিমে রূপসা নদী, খুলনা সদর থানা ও খালিশপুর থানা।
¡ ভৌগোলিক অবস্থানঃ উত্তর অক্ষাংশ এবং পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
¡ মোট জনসংখ্যাঃ ১৭৯৫১৯ জন
পুরুষঃ ৯০১৮৯ জন
মহিলাঃ ৮৯৩৩০ জন।
¡ ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যাঃ
১ নং আইচগাতীঃ ৪৪৩১৮ জন।
২ নং শ্রীফলতলাঃ ২৫২৪২ জন।
৩ নং নৈহাটীঃ ৫৮২৯৯ জন ।
৪ নং টি এস বিঃ ১৭৮৭৪ জন ।
৫ নং ঘাটভোগঃ ৩৩৭৮৬ জন।
¡ ধর্ম ভেদে জনসংখ্যাঃ
মুসলিমঃ ১৫২৬৪১ জন।
হিন্দুঃ ২৬৪৯৪ জন।
খ্রিষ্টানঃ ৩৪৫ জন।
বৌদ্ধঃ ০ জন।
¡ খানার সংখ্যাঃ ৪১৮৯৫ টি।
¡ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানঃ
সরকারি হাসপাতালঃ
বেসরকারী হাসপাতালঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ
কমিউনিটি ক্লিনিকঃ
বেসরকারি ক্লিনিকঃ
¡ শিক্ষার হারঃ ৫৮.২
পুরুষঃ ৬০.৯%
মহিলাঃ ৫৫.৬%
¡ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ
১. সরকারি কলেজ-০২ টি
২. সরকারি মাধ্যমিক বিদ্যালয়- ০১টি
২. বেসরকারি কলেজ- ০৫টি
৩. স্কুল এন্ড কলেজ - ০১টি
৪. কারিগরী কলেজ- ০২টি
৫. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়- ২১ টি
৬. প্রাথমিক বিদ্যালয়- ৬৮টি
৭. আলিম মাদ্রাসা- ০২টি
৮. দাখিল মাদ্রাসা- ০৭টি
৯. কওময়িা মাদ্রাসা- ০৫টি
১০.ইবতেদায়ী মাদ্রাসা- ১০টি
১১. ব্রাক পরিচালিত স্কুল- ১২টি
১২. কিন্ডারগার্টেন স্কুল-৩২টি
¡ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ
কলেজঃ
১। বঙ্গবন্ধু সরকারি কলেজ, রূপসা , খুলনা
২। আলাইপুর ডিগ্রী কলেজ।
৩। কাজদিয়া কলেজ, রূপসা , খুলনা।
মাধ্যমিক বিদ্যালয়ঃ
১। কাজদিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
২। নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়
৪। পিঠাভোগ ডি.জি.সি মাধ্যমিক বিদ্যালয়।
৫। বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
৬। শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়
আলিম মাদ্রাসা
১। দেয়াড়া যুগিহাটী আমিনয়িা আলিম মাদ্রাসা।
¡ জনগণের পেশাঃ কৃষি জীবি, মৎস্যজীবি, শিল্প শ্রমিক, কামার, কুমার, ব্যবসায়ী, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি ইত্যাদি পেশার লোক বাস করে।।
¡ শিল্পঃ (কুটির শিল্প, হস্তচালিতসহ)
১। বাঁশ ও বেতের শিল্প- ৪৩টি
২। কাঠের আসবারপত্র তৈরী শিল্প- ৭৩টি
৩। মৃৎ শিল্প- ৭৮টি
৪। দর্জি- ৯৯৪টি
৫। স’ মিল- ২৪টি
৬। ইটের ভাটা-৪২টি
৭। রাইচ মিল- ১৩টি
৮। অয়েল মিল- ১৩টি
৯। বেকারি শিল্প- ০৪টি
১০। ময়দা/ আটার মিল- ১৫টি
১১। ফিস প্রসেসিং কোম্পানী- ২৮টি
¡ ইউনিয়নঃ ০৫টি
ইউনিয়নের নামঃ ১। আইচগাতী
২। ঘাটভোগ
৩। নৈহাটী
৪। টি.এস বাহিরদিয়া
৫। শ্রীফলতলা
¡ গ্রামের সংখ্যাঃ ৭৮টি
¡ মৌজার সংখ্যাঃ ৬৩টি
¡ উপজেলার নামকরণঃ রুপসা নদীর নাম থেকে রুপসা উপজেলার নামকরণ করা হয়।
¡ উপজেলার সংক্ষিপ্ত ইতিহাসঃ ১ মে ১৯৮১ সালে রূপসা থানা সৃষ্টি হয় তারপর ১৪ সেপ্টেম্বর ১৯৮৩ সালে রুপসা উপজেলায় উন্নীত হয়। এই উপজেলা ০৫টি ইউনিয়ন নিয়ে গঠিত।
¡বিভিন্ন সম্পদের বিবরণঃ
ঐতিহাসিক স্থান ও স্থাপত্যঃ রুপসা উপজেলার ঘাটভোগ ইউইনয়নের পিঠাভোগ গ্রামে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃ পুরুষের আদি ভিটা এবং নৈহাটী ইউনিয়নের পূর্ব রুপসা এলাকায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ এর সমাধি অবস্থিত।
কৃষিঃ ৭৭৬৭ হেক্টর
মৎস্য ঘের- ৪৩৫১টি
সূত্রঃ ১। Population & Housing Census-2011
২। District Statistics-2011
৩। উপজেলা শিক্ষা অফিস, রূপসা, খুলনা
৪। উপজেলা কৃষি অফিস, রুপসা, খুলনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস